মদন উপজেলার নায়েকপুর পশ্চিম পাড়া গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের মারামারিতে দিলীপ খান (৫৫) নামের একজন নিহত হয়েছে। গত সোমবার এ ঘটনা ঘটে। নিহত দিলীপ খান ওই গ্রামের মৃত খোরশেদ খানের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার নায়েকপুর গ্রামের সামনে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ওই গ্রামের সেনা সদস্য মুনসুর মিয়ার ছেলে মোস্তাকিম একই গ্রামের আলীম উদ্দিনের ছেলে হাসানকে মারধর করে। এই মারামারির ঘটনা নিয়ে এলাকায় দুই-পক্ষের মাঝে উত্তেজনার চলতে থাকে।
এ বিষয়টি নিয়ে গত রোববার রাতে ও সোমবার সকালে গ্রামবাসি দুই দফা সালিশী বৈঠকের মাধ্যমে উভয় পক্ষের মধে্য মীমাংসা করে দেয়। সালিশ বৈঠক শেষে ফেরার পথে আবার দুই-পক্ষের মধ্যে তর্কবির্তকের এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে। এতে প্রতিপক্ষের আঘাতে দিলীপ খান নিহত হয়।
এ ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে। আটকরা হলেন, নায়েকপুর পশ্চিম পাড়া গ্রামের সোহাগ (৪০), সিরাজুল ইসলাম (৬০) ও তার ছেলে বাবু মিয়া (২০)।
মদন থানার ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান জানান, এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
টিএইচ